| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানের বাণিজ্য ৬৫০ কোটি ডলারের বেশি


চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানের বাণিজ্য ৬৫০ কোটি ডলারের বেশি


শেখ আশরাফুল ইসলাম     25 September, 2025     12:43 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম জাওয়াদ আহুন্দজাদা জানিয়েছেন, চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬.৭৮৩ বিলিয়ন (৬৭৮৩ কোটি) ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে তিনি এ তথ্য উত্থাপন করেন।

তিনি বলেন, এ সময় আফগানিস্তানের রপ্তানি হয়েছে ৭৪৮ মিলিয়ন ডলার, যা গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ৯ শতাংশ বেশি। গত বছর এই অঙ্ক ছিল ৬৮৫ মিলিয়ন ডলার।

অন্যদিকে, আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৬.০৩৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। অর্থাৎ এক বছরে আমদানি বেড়েছে প্রায় ১.০৪২ বিলিয়ন ডলার।

আখুন্দজাদার তথ্য অনুযায়ী, আফগানিস্তান থেকে রপ্তানি হওয়া প্রধান পণ্যের মধ্যে রয়েছে ডুমুর, কিশমিশ, শুকনো ও টাটকা এপ্রিকট, জাফরান, পেস্তা বাদাম, আঙুর ও পানীয় সামগ্রী। এসব পণ্য রপ্তানি হয়েছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান, উজবেকিস্তান, তুরস্ক, ইরান, চীন ও ইরাকে।

অন্যদিকে, আমদানি করা হয়েছে মূলত জ্বালানি তেল ও গ্যাস, খাদ্যপণ্য (গম, আটা, চাল, ভোজ্যতেল, চিনি), কাপড়, যন্ত্রপাতি, সিমেন্ট ও ওষুধ। এসব পণ্য এসেছে ইরান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, চীন, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া ও ভারত থেকে।

সূত্র : আরিয়ানা নিউজ